online news bd 24
BOR ar Kowtuke Kazir palayon বিয়ের আসরে বর-কণে বেশ লাজুকই থাকেন। বাংলদেশে তো সাধারণভাবে কণে কোনো কথাই বলেন না। বরও মুখে রুমাল দিয়ে রাখেন। তবে সব দেশে তো এই নিয়ম খাটে না। তবে বর-কণে সব খানেই একটা গাম্ভীর্য বজায় রাখেন।online news bd 24
কিন্তু ব্যতিক্রম ঘটেই, আর তাতেই বিপত্তি। এই যেমন ঘটেছিল তুরস্কের মুগলা প্রদেশের মিলা নগরীতে। কাজি সাহেব যখন বরকে নিয়মানুযায়ী বলেন, আপনি স্ব-ইচ্ছায় এই মেয়েকে বিয়ে করতে রাজি? এর প্রত্যাশিত জবাব ছিল হ্যাঁ। কিন্তু বর তা না করে বলেন, 'না'। তাতে ক্ষেপে যান। তিনি বলেন, আমার সাথে কৌতুক করবেন না, অন্যদের সাথে করুন। রেগে কাজি সাহেব অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।
এই ঘটনায় বর-কণে উভয়েই বেশ বিপাকে পড়ে যান। কণে সাথে সাথে ক্ষুব্ধ হয়ে হবু বরকে বলেন, ভালোই করেছ।online news bd 24
তবে তাদের ভাগ্য ভালো। কাজে সাহেব একটু পরই ঠাণ্ডা হয়ে ফিরে আসেন, এবং বিয়ের কাজ সম্পন্ন করেন।
সূত্র : ডেইলি সাবাহ online news bd 24
![]() |
0 Comments