Online News BD 24
সাম্প্রতিককালে রাজধানীর বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ভেজাল ও নকল ওষুধ বিক্রি করছেন। এতে করে সাধারণ মানুষ ওই সমস্ত চিকিৎসকদের ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিভিন্ন ধরনের রং ও ফ্লেভারের সঙ্গে ময়দা আর চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব ওষুধ, যা শরীরের জন্যও ক্ষতিকর।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ড্রাগ লাইসেন্স ব্যতীত ভেজাল/নকল ওষুধের দোকান পরিচালনা করে এবং রেজিস্ট্রেশন ও লেবেল বিহীন ভেজাল/নকল ক্ষতিকারক ওষুধ বিক্রি করে নিরীহ সাধারণ মানুষকে সুচিকিৎসার নামে প্রতারণা করে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে কিছু অসাধু চক্র। এ ছাড়াও তারা নিজেরা ওষুধ তৈরি করে বাজারের প্রসিদ্ধ ব্র্যান্ডের ওষুধের মোড়ক ব্যবহার করে তা বিক্রি করে মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে আসছে। এই ধরনের প্রতারক চক্রকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে রাজধানীতে ভেজাল ও নকল ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকটি চক্রকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।Online News BD 24
সুত্রটি জানায়, গত ২৯ অক্টোবর রাজধানীর পল্লবী থানাধীন শহীদবাগ এলাকায় আসাম বেঙ্গল হারবাল প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার অনুমোদনহীন ও নিম্মমানের ভেজাল ওষুধ জব্দ করা হয়।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে বৃক্ষমূল গোল্ড সিরাপ, লিকুরিয়া পাউডার, মাজুন মোগাল্লিজ, সামীরা গোল্ড ইত্যাদি। এ সমস্ত ওষুধ জিংসাং, আমলকী, হরীতকী, বহেড়া, বেল, জাম, মাখনা, লিকুইড গ্লুকোজ, সাইট্রিক এসিড, মূল্যবান ভেষজ ফলমূলের নির্যাস থেকে তৈরি করা হয় বলা হলেও এর কোন ধরনের কাঁচামাল কারখানায় পাওয়া যায়নি। তার স্থলে দেখা যায় বিভিন্ন ধরনের রং ও ফ্লেভারের সঙ্গে ময়দা ও চিনি মিশিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে।Online News BD 24
ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক মাহাবুব হোসেন জানান, এ ধরনের ওষুধের বোতলের গায়ে স্নায়ুশক্তি বর্ধক, সাধারণ বলকারক, পুষ্টিবর্ধক, অরুচি এবং অজীর্ণ দূর করার কথা লেখা থাকলেও কোথাও কোন ধরনের পরীক্ষা বা মান নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়াই বাজারজাত করা হচ্ছে।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ভেজাল ও নকল ওষুধ তৈরি ও বিক্রিতে কিছু অসাধু চক্র জড়িত। তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়াও ভেজালমুক্ত ওষুধ পেতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।Online News BD 24
0 Comments