Header Ads Widget

জেনে নিন, দাগহীন ফর্সা কোমল ত্বক পাওয়ার ঘরোয়া উপায়

জেনে নিন, দাগহীন ফর্সা কোমল ত্বক পাওয়ার ঘরোয়া উপায়


লাইফস্টাইল ডেস্ক : ফর্সা, কোমল দাগহীন ত্বক সকলেরই কাম্য মুখের ত্বকে ব্রণ, মেছতা কিংবা অন্য কোনো কিছুর দাগ থাকলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস কমে আসে সেকারণে দাগহীন কোমল ত্বক পেতে অনেকে ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও অনেকে অনেক ধরণের কাজ করে থাকেনOnline News BD 24
কিন্তু দাগহীন ফর্সা কোমল ত্বক পেতে এতো কিছু করার সত্যিই কোনো প্রয়োজন নেই প্রকৃতিতেই রয়েছে অনেক কিছুর সমাধান প্রাকৃতিক উপায়ে খুব সহজেই পেতে পারেন মনের মতো দাগহীন ফর্সা কোমল ত্বক আর এতে সময়ও ব্যয় হবে খুব কম
যা যা লাগবেঃ
টেবিল চামচ বেসন
চিমটি হলুদ গুঁড়ো
পরিমাণমতো দুধ
তৈলাক্ত ত্বক হলে কয়েক ফোঁটা লেবুর রস
সামান্য মধু
পদ্ধতিঃOnline News BD 24
প্রথমে ত্বক বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন ফেশওয়াস ব্যবহার করতে পারেন ত্বক পরিষ্কার থাকতে হবে
এরপর একটি বাটিতে সবকটি উপকরণ (মধু বাদে) ভালো করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিতে হবে এবং পুরো মুখে, ঘাড়ে গলায় ভালো করে লাগিয়ে নিন
২০ মিনিট মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন এরপর শুকিয়ে গেলে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন
পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন ত্বক যেনো ভালো করে পরিষ্কার হয়ে যায় এতে করে হলুদের হলদেটে ভাবও দূর হয়ে যাবে
এরপর আঙুলের ডগায় সামান্য মধু লাগিয়ে পুরো মুখে গোল গোল করে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন প্রায় ১০ মিনিট ম্যাসেজের পর হালকা গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন
ত্বক ভালো করে ধোয়ার পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে নিন এরপর প্রায় / ঘণ্টা ত্বকে কোনো ধরণের প্রসাধনী ব্যবহার করবেন না

সপ্তাহে মাত্র / দিন এভাবে মাত্র ৩০ মিনিট ব্যয়ে ত্বক হয়ে উঠবে দাগহীন, ফর্সা কোমল ভালো ফল পেতে রাতে করুন এই ত্বকের যত্ন


Post a Comment

0 Comments