Header Ads Widget

স্বভাব পাল্টায়নি গেইলের!


Online News BD 24, 
Online News BD 24, 
গত মাসেই বাবা হয়েছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। কন্যা সন্তানের মুখ দেখতে আইপিএল থেকে ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন এই ব্যাটিং দানব। কিন্তু টুর্নামেন্টে ফিরেই আবার পুরনোরূপে পাওয়া গেলো গেইলকে। না, ব্যাট হাত নয়। গেইল 'নারী-ঘটিত' ব্যাপারে আবারও বিতর্ক সৃষ্টি করলেন। এর আগে গত বছর জুনে বিগ ব্যাশ টুর্নামেন্ট চলাকালীন চ্যানেল টেনের মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেয়ার সময়ই বাজে প্রস্তাব দিয়েছিলেন গেইল।Online News BD 24,  এবার আইপিএল চলাকালীন শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাঁ-হাতি এই ওপেনার। লন্ডনের টাইমস ম্যাগাজিনের মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেয়ার সময় বাজে প্রশ্ন করে বিব্রত করেন গেইল। তবে গেইলের দাবি, মহিলা সাংবাদিকটি বিষয়টি ভীষণ উপভোগ করেছেন। বিশ্বে তার যে মহিলা ফ্যানের সংখ্যা কম নয়, তা জানাতে ভোলেননি গেইল। যদিও বিষয়টি ‘জোকস’ বলে উড়িয়ে দেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। কিন্তু মহিলা সাংবাদিক এডওয়ার্ডসের জানিয়েছেন, গেইল তাকে দুটি বাজে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের উত্তর না দেয়ার পরও গেইল তাকে আরেকটি প্রশ্ন করেন। - Online News BD 24, 

Online News BD 24, 

Post a Comment

1 Comments