Header Ads Widget

বিছানায়ই বিয়ের প্রস্তাব সানি

বিছানায়ই বিয়ের প্রস্তাব সানি
Online news bd 24

বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নস্টার সানি লিওন। নিজের জীবন নিয়ে বরাবরই খোলামেলা মেজাজে পাওয়া যায় তাকে। প্রায়শই নানা গোপন তথ্য ফাঁস করেন তিনি। এবার সেরকম আরও একটা তথ্য সামনে আনলেন সানি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। Online news bd 24
সানিকে প্রশ্ন করা হয়েছিলে, স্বামী এবং প্রাক্তন পর্নস্টার ড্যানিয়েল ওয়েবার কীভাবে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
সানি বলেছেন, প্রথম দর্শনেই ড্যানিয়েলকে আমার ভাল লেগেছিল। তবে মনে হয়েছিল ও বোধহয় আমার স্বভাবের বিপরীত। তবে ঘনিষ্ঠ হতেই ভুল ভাঙে। এরপরে তিনবছর ড্যানিয়েলের সঙ্গে লিভ ইন করি। আস্তে আস্তে আমার মন জিতে নেন ড্যানিয়েল। একদিন সন্ধ্যায় আমার একটা আংটি পছন্দ হয়েছিল। সেটা কিনে ফেলে ড্যানিয়েল। সেদিন রাতে আমরা যখন বিছানায় ছিলাম, তখন আংটি আমার হাতে পরিয়ে দেয় ড্যানিয়েল। প্রশ্ন করে আমি সত্যিই ওকে বিয়ে করতে রাজি কিনা। আমিও দেরি না করে ড্যানিয়েলকে হ্যাঁ বলে দিই।
Online news bd 24
মানবকণ্ঠ/এফএইচ

Post a Comment

0 Comments