Header Ads Widget

বয়ফ্রেন্ডের স্মৃতি তোলপাড় করে দিচ্ছে মন, ঠিক তখন যে ৬টি কাজ করে মেয়েরা

বয়ফ্রেন্ডের স্মৃতি তোলপাড় করে দিচ্ছে মন, ঠিক তখন যে ৬টি কাজ করে মেয়েরা জেনে নেওয়া যাক …news bd 24  ১. একমনে বয়ফ্রেন্ডের কথা চিন্তা করা: বয়ফ্রেন্ডের কথা মনে পড়লে, একমনে তার কথা চিন্তা করাটাই তো স্বাভাবিক। ছেলেটির সঙ্গে কাটানো সময়, তার হাসি, তার সঙ্গে বলা কথা বার বার মনে পড়ে মেয়েটির। ২. news bd 24 বয়ফ্রেন্ডের ছবি দেখা: মোবাইলে আর কারও ছবি থাকুক না-থাকুক, প্রেমিকের ছবি থাকবেই। আর যখন তার কথা মনে পড়ে, অথচ কাছে সে নেই, তখন মেয়েরা তার ছবিই দেখে একা একা। ছবির মধ্যে দিয়েই যেন কিছুটা স্পর্শ মেলে ভালবাসার মানুষটির। ৩. ফেসবুক অ্যাকাউন্ট চেক করা: কাছের মানুষটি যখন দূরে, তখন নিজেকে একটু অন্যমনস্ক করারও প্রয়োজন হয়ে পড়ে। আর মনকে ব্যস্ত রাখার জন্য ফেসবুকের চেয়ে ভালো রাস্তা আর কী আছে! ৪news bd 24
. ফোন করা: পুরনো বন্ধুদের ফোন করা মন খারাপ কমানোর ভাল পন্থা। বয়ফ্রেন্ডের কথা মনে পড়লে মেয়েরা নিজেকে ব্যস্ত রাখে ফোনে। ৫.news bd 24  গান শোনা: একলা মুহূর্তের সেরা সঙ্গী নিঃসন্দেহে গান। আর স্মৃতি যখন মনকে ব্যাকুল করে তুলেছে, তখন রোম্যান্টিক গানই গড়ে তুলতে পারে অনুকূল পরিবেশ। গানের সুরে সুরে ফিরে আসে দূরে থাকা মানুষটির ভালবাসা। ৬. news bd 24 ফিউচার প্ল্যানিং: যখন ভালবাসার মানুষটি কাছে নেই, তখন তার সঙ্গে ভবিষ্যৎ জীবনটা কেমন হতে পারে, সেই বিষয়ে জল্পনা-কল্পনায় বিভোর হয়ে থাকার মতো মানসিক সান্ত্বনা আর কী হতে পারে! কবে বিয়ে হবে, কেম‌ন হবে সংসার— এই নিয়ে একা একা ভাবনাচিন্তায় মগ্ন থাকতে ভালবাসে মেয়েরা।news bd 24

Post a Comment

0 Comments