এমন শরীর সহজে হয়নিঃ সানা খান
ওয়াজা তুম হো সিনেমায় খোলামেরা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন সানা খান। সাহসীভাবে নিজেকে উপস্থাপন করায় অনেকে তার সমালোচনাও করেছেন। তবে এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমাটির পর তার যে ইরোটিক ইমেজ তৈরি হয়েছে তাতে মোটেও বিরক্ত নন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সানা খান বলেন, ‘আমি নিজেকে আবেদনময়ী দেখতে পছন্দ করি। আর আবেদনময়ী না দেখানোর জন্য প্রতিদিন দুই ঘণ্টা করে শারীরিক কসরত করছি না। এমনকি ওয়াজা তুম হো সিনেমা করার পরও আমাকে এমন চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হচ্ছে যেগুলোতে অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে।’
তার পরবর্তী সিনেমা প্রসঙ্গে সানা খান জানান, টয়লেট : এক প্রেম কথা সিনেমায় তিনি অক্ষয় কুমারের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। তবে এ সিনেমায় খোলামেলা হয়ে হাজির হবেন না তিনি।
এ অভিনেত্রী বলেন, ‘না, এটি সম্পূর্ণ দেশি লুক। আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে। আমার সাম্প্রতিক ইমেজ থেকে একটু ভিন্ন। এখানে মাথুরা ভাব ফুটিয়ে তোলা হবে। তাই আমাকে ডিগ্ল্যাম হতে হচ্ছে।’
0 Comments