Header Ads Widget

যেসব খাবার গ্যাস্ট্রিক দূর করবে

Online News BD 24, 
গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কম আছেন খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়াসহ বিভিন্ন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে প্রথমদিকেই সচেতন না হলে পরবর্তীতে আলসার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এমনকিছু খাবার আছে যেগুলো খুব সহজেই আপনার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করবে চলুন জেনে নিই-Online News BD 24, 


আলু স্লাইস করে কেটে ওপরে কিছুটা লবণ ছিটিয়ে রেখে দিন পুরো রাত পরের দিন এই আলুর রস বের করে পান করুন দিনে বার আধা কাপ আলুর রস পান করলে খুব ভালো ফলাফল পাবেনOnline News BD 24, 

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে আপেল সাইডার ভিনেগারের জুড়ি নেই গ্লাস কুসুম গরম পানিতে টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করে ফেলুনOnline News BD 24, 

আদা গ্যাসের সমস্যা, বুক জ্বালাপোড়া, হজমে সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা দ্রুত সমাধানে সক্ষম কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদার রস বের করে পান করতে পারেন কিংবা আদা পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করে নিলেও সমস্যার সমাধান হবে

বেকিং সোডা পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে সাহায্য করে গ্লাস পানিতে / চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন ভালো ফলাফল পাবেনOnline News BD 24, 

দারুচিনি খুব সহজেই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে কার্যকরী দারুচিনি অ্যাসিডিটি সমস্যা কমায়, গ্যাস দূর করে দারুচিনি প্রদাহ কমায় এবং ব্যাকটেরিয়া দূর করতেও বিশেষভাবে কার্যকরী

হলুদের পাতা কুচি করে কেটে প্রতিদিন দুধের সাথে মিশিয়ে পান করে নিন এতে করে পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যার সমাধান হবে।Online News BD 24, 


কাপ পানিতে পেয়ারা পাতা দিয়ে ফুটিয়ে নিন পানি কাপ পরিমাণে হলে ছেঁকে পান করুন এতেও বেশ ভালো উপকার হবে
 Online News BD 24, 

এইচএন/আরআইপি

Post a Comment

0 Comments