ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলার এজাহারে যা আছে
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২০, ১৮:৪৫
আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২০, ১৮:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর। ফাইল ছবি
ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে। গতকাল রোববার ঢাবির এক শিক্ষার্থী এই মামলাটি করেন। মামলা নম্বর ২৮( ৯) ২০।
এ মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১. হাসান আলম মামুন, ২. নাজমুল হাসান সোহাগ, ৩. মো. নুরুল হক, ৪. মো. সাইফুল ইসলাম, ৫. মো. নাজমুল হুদা, ৬. মো আব্দুল্লাহ হিল বাকি।
তবে ভিপি নুরুল হক নুরের দাবি, ‘আমরা যেহেতু সরকারের বিভিন্ন ইস্যুতে কথা বলি, তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হয়েছে।’
এই মামলার এজাহারের একটি কপি এনটিভি অনলাইনের হাতে এসেছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, ‘আসামি হাসান আলম মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
0 Comments