Header Ads Widget

৫ মিনিটেই ভ্যানিস করুন চোখের তলার কালি

Online News BD 24
Online News BD 24
চোখের কোলে কালি পড়ে যাওয়া এক ভয়ঙ্কর সমস্যা মেয়েদের চোখের কোলে কালি এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে সমস্ত সৌন্দর্য কিভাবে মুক্তি পাবেন এই চোখের কোলের কালি থেকে? শধু মেয়েরাই নন, ছেলেরাও এখন ভুগছেন চোখের কোলের কালির সমস্যায় এই চোখের কোলে কালি পড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে সাধারণত আমরা ভেবে থাকি যে, ঘুম কম হওয়ার জন্য চোখের কোলে কালি পড়ে যায় কিন্তু শুধু এই একটাই কারণ নয়ডার্ক আই সার্কেলবা চোখের কোলে কালি পড়ার পিছনে অনেক কারণ রয়েছে অ্যালার্জি, ডায়াবিটিস, অ্যানিমিয়া, Online News BD 24অতিরিক্ত কাজের চাপ, এগজিমা, অতিরিক্ত ঘুম, প্রভৃতি এরকম অনেক কারণের জন্য চোখের কোলে কালি পড়তে পারে এমনকি খুব কাঁদলে কিংবা খাবারে বেশি পরিমানে নুন কিংবা অতিরিক্ত পরিমানে অ্যালকোহল বা ধূমপান করার জন্যেও এই সমস্যা দেখা দেয়একবার চোখের কোলে কালি পড়ে গেলে তা কমানো খুবই কষ্টকর কাজ বাজারে প্রচুর প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু তাতে আপনি খুব একটা উপকার পাবেন না কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এমন একটি উপায় রয়েছে, যাতে খুব কম সময়ে আপনি চোখের কোলের কালির মতো স্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।Online News BD 24
 Online News BD 24

আপনার বাড়িতে খাবার সোডা রয়েছে নিশ্চয়ই? তাহলে এক চামচ খাবার সোডা পানিতে গুলে একটা পেস্ট তৈরি করুন এবার সেই পেস্ট আপনার চোখের কোলে ভালো করে লাগিয়ে দিন থেকে ১০ মিনিট সেই পেস্ট রেখে দিন পেস্টটি শুকিয়ে গেলে একটা নরম কাপড় বা টিস্যু পেপার দিয়ে হালকা হাতে পেস্টটি তুলে দিন এরকমভাবে কয়েকদিন বেকিং সোডা ব্যবহার করলেই দেখবেন আপনার চোখের তলার কালি ভ্যানিস হয়ে গিয়েছে।Online News BD 24
Online News BD 24

Post a Comment

0 Comments