‘নগ্ন হতে আমার কখনোই আপত্তি নেই’
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউতকে ‘রেঙ্গুন’-এ শাহিদ কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে প্রশ্ন তোলা হয়। কঙ্গনাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল দৃশ্যটির জন্য কোনও বডি-ডাবল বা ক্যামেরার কারসাজি ব্যবহার করা হয়েছিল কি না?
কঙ্গনার সপাট জবাব দেন, ‘নগ্ন হতে আমার যখন আপত্তি নেই তখন কেন কোনও কৌশল ব্যবহার করা হবে?’
কঙ্গনা সাফ জানিয়ে দেন, ‘ওই দৃশ্যটি শ্যুট করতে না ক্যামেরার কারসাজি না বডি ডাবল, কোনও কৌশলই ব্যবহার করা হয়নি। চিত্রনাট্য চাইলে শরীর থেকে পোশাক খুলে ফেলতে আমার বিন্দুমাত্র কোনও অসুবিধা নেই।’
নায়িকার এমন জবাব খুব একটা অপ্রত্যাশিত ছিল না। কারণ বলিউডে কঙ্গনা ঠোঁটকাটা বলেই পরিচিত। কিন্তু, এদিন যে জবাব দেন তা তো শুধু সাহস থাকলে হয় না, সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাসের স্তরটাকেও অন্য উচ্চতায় নিয়ে যেতে হয়।
শুধু ‘রেঙ্গুন’ নয়, আগামী কোনও ছবিতেও চিত্রনাট্য এমনটা চাইলে তিনি পোশাক খুলতে স্বচ্ছন্দে রাজি আছেন বলেও জানান কঙ্গনা।
0 Comments