বাংলাদেশের সবচেেয়ে সাহসী শর্টফিল্ম, দেখার পর বুঝবেন
বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল এই যুগ মানুষের জন্য আশির্বাদ তেমনি অভিশাপও। তবে আশির্বাদ না অভিশাপ তা নির্ভর করে ডিজিটাল সুবিধা কে কীভাবে ব্যবহার করছে তার উপর।
এ যুগের রিলেশনগুলো অনেকটা মুঠোফোনবন্দী। এরফলে অনেকের অনেক ব্যক্তিগত বিষয় খুব সহজেই ভাইরাল হয়ে যায়। ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে পরে সমাজ থেকে। লজ্জায় ঘৃণায় কেউ কেউ বন্দী হয়ে যান চার দেয়ালে। পৃথিবী আলো-বাতাস সে তখন আর সহ্য করতে পারে না, পারে না বিশ্বস্ত মানুষটিকে আর বিশ্বাস করতে।
তেমনি একটি সমকালীন গল্প নিয়ে ‘৮ মিনিট ১৭ সেকেন্ড’ নামের একটি শর্টফিল্ট ইউটিউবে প্রকাশ করা হয়। আর এ শর্টফিল্মে অভিনয় শিল্পীদের সাহসী অভিনয় দেশের সর্বোচ্চ সাহসী শর্টফিল্মের খেতাম অর্জন সহায়তা করেছে।
0 Comments